রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:০৪ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মিরপুরের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬, উদ্ধার অভিযান চলমান

তিনি বলেন, “এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনের দ্বিতীয় তলা থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

এর আগে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের ওই গার্মেন্টস ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল ১১টা ৫৬ মিনিটে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের তদন্ত দল ঘটনাস্থলে কাজ করছে।