ঢাবিতে স্নাতক ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির আবেদন আগামী ২৯ অক্টোবর, বুধবার দুপুর ১২টা থেকে শুরু হবে।
অনলাইনে আবেদন করা যাবে ১৬ নভেম্বর, রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: জুলাই পরবর্তী ছাত্ররাজনীতির মডেল ছাত্রশিবির : সাদিক কায়েম
আজ সোমবার (১৩ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, অনুষদভিত্তিক ডিন, হল প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫টি ইউনিটে— কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান ইউনিট; ব্যবসায় শিক্ষা ইউনিট; চারুকলা ইউনিট; এবং আইবিএ ইউনিট। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ২৪ নভেম্বর, সোমবার থেকে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
- আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর, শুক্রবার সকাল ১০টা–দুপুর ১২টা
- চারুকলা ইউনিট: ২৯ নভেম্বর, শনিবার (সাধারণ জ্ঞান ও অঙ্কন)
- ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর, শনিবার
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর, শনিবার
- বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর, শনিবার
আইবিএ ছাড়া অন্যান্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে— রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), ত্রিশাল (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) এবং রংপুর (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)। ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে।
পরীক্ষার ধরন
- চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটে থাকবে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা।
- চারুকলা ইউনিটে থাকবে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা।
- চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষা ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষা ৬০ মিনিটের হবে।
- অন্যান্য ইউনিটের এমসিকিউ ও লিখিত পরীক্ষা—প্রতিটিই ৪৫ মিনিট করে হবে।
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০ নম্বর যোগ হবে।
যোগ্যতা
- ভর্তিচ্ছুদের ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ): বিজ্ঞান ইউনিট: জিপিএ মোট ৮.০ (প্রতিটিতে অন্তত ৩.৫)
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: জিপিএ মোট ৭.৫ (প্রতিটিতে অন্তত ৩.০)
- ব্যবসায় শিক্ষা ইউনিট: জিপিএ মোট ৭.৫ (প্রতিটিতে অন্তত ৩.০)
- চারুকলা ইউনিট: জিপিএ মোট ৬.৫ (প্রতিটিতে অন্তত ৩.০)
এই ভর্তি পরীক্ষার মাধ্যমেই নির্ধারিত হবে বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম ব্যাচের শিক্ষার্থী কারা হতে যাচ্ছে।