পরিচালক পদে বিজয়ী হলেন বুলবুল-ফারুকসহ ২৩ প্রার্থী

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:২৫ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ অনিশ্চয়তা ও নানা বাধা পেরিয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদসহ মোট ২৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিভাগভিত্তিক (ক্যাটাগরি-১) নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে ৭১ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। ১০টি পরিচালকের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫ জন প্রার্থী।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

ক্যাটাগরি-১ (বিভাগীয় প্রতিনিধি) থেকে নির্বাচিতরা হলেন:

আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত শামস ও শাখাওয়াত হোসেন।

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো

অন্যদিকে, ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। এই পদগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন প্রার্থী।

ক্যাটাগরি-২ থেকে নির্বাচিতরা হলেন:

ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আদনান রহমান (দীপন), ফায়াজুর রহমান, আবুল বাশার, শাহনিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, আমজাদ হোসেন, মনজুর আলম, ইফতেখার আহমেদ মিঠু ও মেহরব আলম চৌধুরী।

এছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-৩ থেকে ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ক্রিকেটের আরেক পরিচিত মুখ দেবব্রত পালের সঙ্গে।

এই নির্বাচনের মধ্য দিয়ে বিসিবির নতুন পরিচালনা পর্ষদের গঠন সম্পন্নের পথে এগিয়ে গেল দেশের ক্রিকেট প্রশাসন। শিগগিরই নবনির্বাচিত পরিচালকদের মধ্যে থেকে সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।