কুলাউড়ায় ছাত্রশিবিরের নিপীড়ন বিরোধী দিবস পালন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:১৩ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিপীড়ন বিরোধী দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে দিবস পালন করা হয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি রুহুল আমীনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা দাওয়াহ সম্পাদক ও কুলাউড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. দিদার হোসাইন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক সায়েফ আহমদ, সাহিত্য সম্পাদক শাহ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।