ভারতের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক, প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইপিএল ইস্যুকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ভারতের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য প্রবাহে কোনো বিঘ্ন দেখা যায়নি।

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ সামগ্রিকভাবে উদার বাণিজ্যনীতি অনুসরণ করে। তিনি বলেন, “আমরা সব দেশের সঙ্গে উন্মুক্ত বাণিজ্যে বিশ্বাস করি। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, ততক্ষণ কোনো বিশেষ বা কঠোর দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হয় না।”

তিনি আরও জানান, ভারতের সঙ্গে একাধিক বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হলেও সেগুলোর প্রভাব কতটা পড়েছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন: স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা

বৈঠকে উপস্থিত বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন বা সাময়িক ঘটনাগুলো দুই দেশের বাণিজ্যে বড় কোনো প্রভাব ফেলে না। তবে গত মে মাসে ভারতের বিভিন্ন স্থলবন্দর বন্ধ থাকায় বাংলাদেশ থেকে রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছিল, যার ফলে রপ্তানি কমে যায়। বাংলাদেশ সে সময় কোনো পাল্টা পদক্ষেপ গ্রহণ করেনি।

তিনি বলেন, অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে ভারতগামী পাট রপ্তানিতে সীমাবদ্ধতা আনা হয়েছে। এটি কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে নয়, বরং দেশের বাজার ও সরবরাহ ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই এই নীতি গ্রহণ করা হয়েছে।

বাণিজ্য সচিব আরও বলেন, “আমাদের নীতিগুলো দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের সুরক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার ভিত্তিতে নেওয়া হয়, বিদেশি বাজার ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে নয়।”