নরসিংদীতে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৫ পূর্বাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলামকে অবসরোত্তর বিদায় উপলক্ষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়ী জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, জনপ্রতিনিধি সহ স্থানীয়রা।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রায়পুরা ১২ নং সাহারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মো. তাজুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদ্যালয় মাঠে এনে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। পরে মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় বিদায়ী শিক্ষকের স্মরণীয় মুহূর্তগুলো সম্পর্কে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় আরও বক্তব্য রাখেন, রায়পুরা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আলী, ইউপি সদস্য সোহরাব হোসেন, ইঞ্জিনিয়ার মো. হিমেল মিয়া, আরএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাইরুল ইসলাম আকাশ, সেনাবাহিনীর সৈনিক ইমরানুল ইসলাম, রায়পুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা মনির সরকার প্রমুখ।

আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৬ ডিগ্রিতে, জনজীবন স্থবির

এসময় বক্তারা বলেন, প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম ছিলেন আদর্শ শিক্ষকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান এলাকার মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একজন শিক্ষক হিসেবে তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে ছিলেন নিরলস পথপ্রদর্শক। আলোচনা শেষে বিদায়ী প্রধান শিক্ষককে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।