প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারে ট্রাম্প: গ্রাহাম

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৫০ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে চলমান বিক্ষোভ ও মানবাধিকার পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে উত্তেজক মন্তব্য সামনে এসেছে। দেশটির সিনেটর লিন্ডসে গ্রাহাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের ওপর দমন–পীড়ন চললে প্রয়োজনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ‘ইরানের শাসকদের বুঝতে হবে—নিজেদের জনগণকে হত্যা করলে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান: দেশজুড়ে ইন্টারনেট বন্ধ

গ্রাহাম দাবি করেন, ইরানে যে গণআন্দোলন চলছে তা শুধু অভ্যন্তরীণ সংকট নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার সম্ভাবনা রাখে।

এদিকে অর্থনৈতিক বিপর্যয়, লাগামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে ইরানজুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকে একের পর এক কড়া মন্তব্য আসছে।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

মার্কিন প্রেসিডেন্টও এর আগে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানো হলে ওয়াশিংটন কঠোর প্রতিক্রিয়া জানাবে।

অন্যদিকে, ইরানের বিচার বিভাগ বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই স্পষ্ট করে বলেছেন, দাঙ্গা, উসকানি কিংবা সহায়তার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

তবে এর মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে সংযম দেখানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারী ও সহিংস দাঙ্গাবাজদের মধ্যে স্পষ্ট পার্থক্য করতে হবে।