আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি সাইদুর রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও স্থান করে নিয়েছেন। এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম অবস্থানে অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সানওয়ে ইউনিভার্সিটি-তে অধ্যাপনার পাশাপাশি অধ্যাপক ড. সাইদুর রহমান টেকসই জ্বালানি, নবায়নযোগ্য শক্তি এবং ন্যানোম্যাটেরিয়াল গবেষণায় অসাধারণ অবদান রাখছেন। স্কলারজিপিএস ২০২৫-এ তিনি বিশ্বসেরা বিজ্ঞানীর মর্যাদা পান। এছাড়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার যৌথ বিশ্লেষণে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মালয়েশিয়ার এনার্জি গবেষক হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন।

আরও পড়ুন: বড়লেখায় পুলিশি ছিত্তমে অতিষ্ঠ আমেরিকা প্রবাসী হাসান!

তার গুগল স্কলার-এ এইচ-ইনডেক্স ১৪৫, গবেষণার ৮৬ হাজারেরও বেশি সাইটেশন এবং আন্তর্জাতিক পুরস্কার যেমন ওবাদা পুরস্কার (২০২৫) ও সানওয়ে ইউনিভার্সিটির উদ্ভাবন ও শিক্ষাদান পুরস্কার তার বৈশ্বিক মর্যাদা প্রমাণ করছে।

ড. সাইদুর রহমান বলেছেন, এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়; এটি শিক্ষার্থী, গবেষণা দল, সহকর্মী, প্রতিষ্ঠান ও অর্থায়নকারী সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফল।

আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

তিনি বর্তমানে ১৫ লাখ মার্কিন ডলারের ব্যয়ে সানওয়ে ইউনিভার্সিটিতে অত্যাধুনিক গবেষণাগার স্থাপন করেছেন, যেখানে জ্বালানি প্রযুক্তি, উন্নত উপাদান, সৌর শক্তি ও বিশুদ্ধ পানি উন্নয়ন সংক্রান্ত গবেষণা করা হচ্ছে।

ড. সাইদুর রহমানের এই অর্জন বাংলাদেশ ও আন্তর্জাতিক গবেষণা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করেছে।