যারা দুর্নীতি করে গরিবের অর্থ লুটে খায় তারাই প্রকৃত প্রতিবন্ধী: ডা. বাচ্চু

“যারা ঘুষ খায়, দুর্নীতি করে গরিবের অর্থ লুটে খায়—তারাই প্রকৃত প্রতিবন্ধী” এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: অস্ত্র প্রশিক্ষণের ভাইরাল ভিডিওর দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ পুলিশ
আন্তর্জাতিক সাদা ছড়ি দিবস উপলক্ষে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. বাচ্চু।
তিনি বলেন, “আপনারা প্রতিবন্ধী নন। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, তারাই সবচেয়ে বড় ও প্রকৃত প্রতিবন্ধী। ১৯৭৫, ১৯৯৭ কিংবা ২০০৮ সালে যে পরিমাণ লুটপাট হয়েছে, তা নজিরবিহীন। ওই সময়গুলোতে প্রতিবন্ধীদের পাশে কাউকে দাঁড়াতে দেখা যায়নি, বরং তাদের বরাদ্দের অর্থও ভাগ করে নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন এমদাদুল হক
তিনি আরও বলেন, “আজ যারা দেশের গরিব মানুষের টাকা চুরি করছে, তারাই জাতির আসল বোঝা। সমাজে ন্যায় ও মানবিকতার জায়গা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রী দুলাল চৌহান ও মো. মনিরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন— পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সাবেক সভাপতি আবুল মনসুর মণ্ডল, উপজেলা বিএনপির নেতা খায়রুল কবির মণ্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, হিডস্ বাংলাদেশ-এর পরিচালক আনোয়ার হোসেন, এছাড়াও সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন ও আফাজ উদ্দিন মোল্লা প্রমুখ।