জুলাই যোদ্ধাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের এলডি হলে আজ (সোমবার, ২০ অক্টোবর ২০২৫) জুলাই যোদ্ধাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও আহত যোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি কমিশনের কাছে তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আরও পড়ুন: নির্বাচনের আগে সিএমপির ১৬ থানার ওসি রদবদল

জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কোরবানি ঈদের পর থেকে অনেকেই হাসপাতালে চিকিৎসাসেবা পাচ্ছেন না। তারা বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।” তারা দেশের সব হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনা দেওয়ার দাবি জানান। পাশাপাশি, জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা এবং প্রত্যেক যোদ্ধাকে পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন।

বৈঠকে জুলাই যোদ্ধারা ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংঘটিত ঘটনার প্রসঙ্গ তোলেন। তারা জানান, তারা সেখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যাননি, বরং নিজেদের ন্যায্য দাবি উপস্থাপন করতে গিয়েছিলেন। তবে, কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুর চালায়। যোদ্ধারা দাবি করেন, ২০-২৫ জন বহিরাগতকে তারা শনাক্ত করেছেন।

আরও পড়ুন: স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসকসহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

তারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন এবং সেদিন দায়ের করা চারটি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা চান।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই যোদ্ধাদের সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং তাদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন — মোঃ সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মোঃ আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মোঃ সাগর উদ্দিন, মোঃ দুলাল খান, মোঃ নাহিদুজ্জামান, ইমরান খান এবং নুসরাত জাহান।