নভেম্বরে উপদেষ্টা পরিষদের কাজ শেষ, দায়িত্ব নেবে নির্বাচন কমিশন: মাহফুজ আলম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৫৬ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নভেম্বরে উপদেষ্টা পরিষদের কাজ শেষ হয়ে যাবে, এরপর নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নেবে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের ২৩টি আশুকরণীয় প্রস্তাবের মধ্যে ১৩টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান রিজওয়ানা হাসানের

তিনি বলেন, এগুলো খুব বড় কিছু নয়, কিন্তু আমাদের সময়সীমা এখন এক মাস। কারণ এগুলো কেবিনেটে অনুমোদন বা নীতিমালা আকারে প্রণয়ন করতে হবে। নভেম্বরে পরে আর করা সম্ভব নয়।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার নামমাত্র প্রকাশিত (নামসবর্স্ব) সংবাদপত্রগুলোর তালিকা তৈরি করেছে। সাংবাদিক সমাজের সমর্থন পেলে এক বছরেও একদিন প্রকাশ না হওয়া পত্রিকাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: গণভোট ও নির্বাচন ঘিরে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

তিনি আরও জানান, সরকার সংবাদপত্রের বিজ্ঞাপনের হার দ্বিগুণ করার পরিকল্পনা করছে, তবে এর শর্ত হলো—সংবাদপত্রগুলোকে তাদের বাস্তব প্রচারসংখ্যা প্রমাণ করতে হবে এবং সাংবাদিকদের সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেতন দিতে হবে। যেসব পত্রিকা বেসিক স্যালারি দেয় না, তারা কোনো সুবিধা পাবে না।

মাহফুজ আলম বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি ছিল গণমাধ্যমে রাজনৈতিক প্রভাব ও দৌরাত্ম্য কমানো। তিনি স্বীকার করেন, পুরোপুরি সফল না হলেও যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে।

আমরা শেখ মুজিবের সময়কার মতো কোনো মিডিয়া বন্ধ করতে চাই না, তাই কোনো পত্রিকা বন্ধ করা হয়নি বলেন তিনি।