ড. ইউনূসকে শহীদ মিনারে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান এনসিপির

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৮ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শহীদ মিনারে জনসম্মুখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলামোটরের রূপায়ন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আরও পড়ুন: নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি বাড়বে: মির্জা ফখরুল

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এনসিপির আপসহীন অবস্থানের ধারাবাহিকতায় জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। আমরা ঐকমত্য কমিশনের এই প্রচেষ্টাকে স্বাগত জানাই। কালবিলম্ব না করে সরকারকে অতিসত্বর সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “যেহেতু এই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে বর্তমান সরকার গঠিত হয়েছে, তাই সরকার প্রধান ড. ইউনূসের উচিত জনগণের সম্মুখে শহীদ মিনারে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করা। কারণ, এই শহীদ মিনার থেকেই একদফা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন হয়েছিল।”

আরও পড়ুন: নিজ জেলা বা শ্বশুরবাড়িতে ডিসি-এসপি-ইউএনওদের পদায়ন নয়

সংবাদ সম্মেলনে এনসিপি তিনটি দাবি উত্থাপন করে। সে গুলো হলো-ঐকমত্য কমিশনের সুপারিশ করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়া (প্রস্তাব-১) গ্রহণ করে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। সংবিধান সংস্কার বিলের খসড়া প্রণয়ন ও জনসমক্ষে উন্মুক্ত করার উদ্যোগ নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তিসম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরের অগ্রগতি তৈরি হবে।

এনসিপির নেতারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এই প্রস্তাবগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং জাতীয় ঐক্যের ভিত্তি আরও সুদৃঢ় হবে।