২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৪ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন বছর শুরু হতে আর দু’মাসও বাকি নেই। এরমধ্যেই ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীরা। চন্দ্রচক্র ও সূর্যাস্তের হিসাবের ভিত্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান আরব গণমাধ্যম আল-আরাবিয়াকে জানিয়েছেন, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ভাষায়, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ আকাশে উঠলেও সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই তা অস্ত যাবে। ফলে সেদিন খালি চোখে দেখা না যাওয়ায় পরদিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।

আরও পড়ুন: যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ঘোষণা

তিনি আরও জানান, ২০ মার্চ (শুক্রবার) শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে এবং সেদিনই ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।

রমজানের প্রথম সপ্তাহে মধ্যপ্রাচ্যে রোজার দৈর্ঘ্য থাকবে প্রায় ১২ ঘণ্টা। মাসের শেষ দিকে তা ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে।

আরও পড়ুন: নির্বাচনের পরেই হবে বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক বৈঠকে বসবে। সৌদি সাধারণত নিজস্ব উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী ঘোষণা দেওয়ার কারণে বাস্তবে তারিখে কিছু পার্থক্য দেখা দিতে পারে।

চাঁদ দেখার নিয়ম অনুযায়ী, মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়। সেই হিসেবে বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।