লকডাউনে আতঙ্কের কিছু নেই, টাকার বিনিময়ে স্লোগান দিচ্ছে রিকশাওয়ালারা: ডিবি প্রধান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেছেন, “যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, তাদের আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দমন করা হবে।”
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, “রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের পাশাপাশি তাদের নেপথ্যের কারিগরদেরও আমরা শনাক্ত ও গ্রেপ্তার করছি। আজকেও ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় উসকানিদাতাদের বিষয়ে ডিবি সতর্ক রয়েছে। “আমরা দেখছি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর নির্দেশনা ও গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু রাজপথে তাদের দেখা যায় না। এমনকি একজন নিরীহ রিকশাওয়ালাকে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে, পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, ওই রিকশাচালকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই,” বলেন তিনি।
মো. শফিকুল ইসলাম বলেন, “সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরির এসব চেষ্টা কঠোরভাবে দমন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। নাগরিকদের অনুরোধ করছি, কেউ যেন গুজবে কান না দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন।”





