চার দিনের সফরে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ এক পর্যায়ে চার দিনের সফরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় পৌঁছাচ্ছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। আগামী ২০–২৪ নভেম্বর নির্ধারিত এ সফরের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন তিনি।

কমনওয়েলথের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাসচিবের এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, নির্বাচন কমিশন, বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

আলোচনায় শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রক্রিয়ায় কমনওয়েলথের ভূমিকা আরও কীভাবে জোরদার করা যায়—তা নিয়ে মতবিনিময় হবে। পাশাপাশি তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করবেন, যেখানে গণতন্ত্রকে অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঢাকায় আগমনের আগে এক বিবৃতিতে শার্লি বচওয়ে বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ কমনওয়েলথের গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি আশা প্রকাশ করেন, বিভিন্ন অংশীদারের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে বাংলাদেশের বর্তমান বাস্তবতা সম্পর্কে তিনি পরিষ্কার ধারণা পাবেন এবং প্রয়োজনীয় সহায়তার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবেন।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

তিনি আরও বলেন, বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে কমনওয়েলথ পাশে থাকবে। নাগরিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রেখে গণতান্ত্রিক ধারা বজায় রাখাই হবে তাদের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, গত মাসে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশ সফর করে রাজনৈতিক ও নাগরিক অংশীজনদের সঙ্গে আলোচনা চালায়। মহাসচিবের এবারের সফর সেই প্রক্রিয়ারই ধারাবাহিকতা বলে জানিয়েছে সংস্থাটি।