অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩৮ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না। তিনি বলেন, দেশের যে কোনো পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন ও কলম্বো নিরাপত্তা কনক্লেভে এই বক্তব্য দেন তিনি।

খলিলুর রহমান আরও বলেন, বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব, সমতা ও রাজনৈতিক স্বাধীনতা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের নীতি হল উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতিমালাকে সমর্থন করা। আন্তর্জাতিক বিরোধ সমাধানে শান্তিপূর্ণ পদ্ধতি, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

তিনি টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

এছাড়া, বাংলাদেশ সম্প্রতি মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের হুমকির সম্মুখীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সাইবারস্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র নাগরিকদের নিরাপত্তা, গোপনীয়তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য নয়, বরং বাংলাদেশের কর্মকাণ্ড যেন আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ না হয়, তা নিশ্চিত করতেও প্রয়োজন।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি