ভূমিকম্পে ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
নরসিংদীতে শুক্রবার (২১ নভেম্বর) ঘটানো ভূমিকম্পের প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের বিদ্যুৎ ব্যবস্থায়। ভূমিকম্পের কারণে নরসিংদীর ঘোড়াশাল এলাকার বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ কারণে ঘোড়াশাল সাবস্টেশনসহ সাতটি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে।
পিডিবি জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট), আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
অতিরিক্তভাবে, ঘোড়াশালের এআইএস গ্রিড সাব-স্টেশনে আগুন লাগার কারণে সব ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। পিডিবি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা চলছে।





