হাসপাতালে ‘নিবিড় পর্যবেক্ষণে’ খালেদা জিয়া, শারীরিক অবস্থা স্থিতিশীল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তিনি নতুন করে নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন এবং হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, "ম্যাডামের শারীরিক অবস্থার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।"

আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ৫ লাখ আনসার–ভিডিপি দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসা সূত্রে জানা যায়, খালেদা জিয়ার হার্টে স্টেনট ও পেসমেকার থাকায় নিয়মিত পরীক্ষা হচ্ছে। পাশাপাশি কিডনি, লিভার ও ফুসফুসের পরীক্ষা, আলট্রাসনোগ্রাম, এক্স-রে, রক্ত ও কফ পরীক্ষা চালানো হচ্ছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, দেশে এবং বিদেশ থেকে সমন্বিত মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। সারাদেশে দলের বিভিন্ন ইউনিট মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করছে।

আরও পড়ুন: বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবস আজ

রোববার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরেই লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এর আগে ২০২৪ সালে তার হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয়েছিল। এছাড়া লিভারের চিকিৎসা এবং বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানের জন্য নিয়মিত পরীক্ষা চলছে। বিএনপি নেতা ও চিকিৎসকদের সঙ্গে আলাপ থেকে জানা গেছে, তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।

বিএনপি কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দলের ভেতরে ও বাইরে শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও চিকিৎসকরা আশ্বস্ত করছেন যে উপযুক্ত চিকিৎসা ও তত্ত্বাবধানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।