প্রধান উপদেষ্টার সভাপতিত্বে চার অধ্যাদেশের খসড়া অনুমোদন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৫ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত চারটি অধ্যাদেশ হলো:

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

  • দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫
  • মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ-২০২৫
  • রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ-২০২৫
  • জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫

বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব প্রদানের বিধান রাখা হয়েছে।

রাজউক আইন প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজউকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কি না, সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: পরপর তিন দফা ভূমিকম্পে আবারো কেঁপে উঠলো ঢাকা

রোহিঙ্গা সংকট নিরসন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “২০১৭ সাল থেকে যথাযথ পদক্ষেপ নিলে রোহিঙ্গা প্রত্যাবাসনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকত। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব পদক্ষেপ নিয়েছে, পরের সরকারগুলো সেসবের ফল ভোগ করবে।”