ঢাকায় শীত আরও বাড়ল, তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে ঢাকায় শীত আরও দৃশ্যমান হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা দেখা গেছে, যা গত কয়েক দিনের তুলনায় আরও ঠাণ্ডা অনুভূতি সৃষ্টি করেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা গত রাতের মতোই অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন: শেখ হাসিনা প্রত্যর্পণে ভারতের সিদ্ধান্তই চূড়ান্ত: পররাষ্ট্র উপদেষ্টা

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৫টা ১২ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৩২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

দেশজুড়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: আজ ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল