ওসমান হাদির জানাজা শনিবার সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৯ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেছে। তার জানাজা আগামীকাল শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা অফিসের প্রেস উইং থেকে জানানো হয়, শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজার সময় অংশগ্রহণকারী সকলকে কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুন: শহীদ শরীফ ওসমান হাদীর জানাজা উপলক্ষে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

শহীদ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তিন দিন চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাদির ওপর গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদকে চিহ্নিত করেছে। তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেলের চালক ছিলেন। এই দুজন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন। হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক ও গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।

আরও পড়ুন: রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন, ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর প্রস্তুতি