পদত্যাগের খবর গুঞ্জন তাহলে এখানে কাজ করতাম না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩২ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের দাবিতে তার পদত্যাগের বিষয়টি গুঞ্জন হিসাবে উল্লেখ করে বলেন তাহলে তো এখানে দায়িত্ব পালন করতাম না। তিনি বলেন এটি গুঞ্জন হিসেবে থাকবে কারা কি বলেছে তাদের বিষয়। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। দেশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি বৈঠক শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েস্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিং এর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আরও পড়ুন: ‘ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, ভোট উৎসব হবে ইনশাআল্লাহ’

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভায় রুটিন আলোচনার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অগ্রগতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন, বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আরও পড়ুন: আজ শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’ প্রচারণা

সভায় জানানো হয়, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করতে গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ চালু করা হয়। এ অভিযানের মাধ্যমে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৬৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তারসহ মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০৫ জনে।

অভিযানে এ পর্যন্ত ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭ রাউন্ড গুলি, ১৩৭ রাউন্ড কার্তুজ, ৬২টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দমন এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের নির্মূল করাই এ অভিযানের মূল লক্ষ্য বলে সভায় জানানো হয়।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বর্তমান অন্তর্বর্তী সরকার এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়। ইতোমধ্যে যৌথবাহিনীর অভিযানে এ ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ ও একটি খেলনা পিস্তল।

মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের মোটিভ ও বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হয়নি বলে জানানো হয়। এ বিষয়ে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করেছে।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এর আগে ঢাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার অভিজ্ঞতার আলোকে জকসু নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করা হয়।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ সময়ে কোনো ধরনের আতশবাজি, রাস্তা অবরোধ বা ব্লকেড কর্মসূচি নিষিদ্ধ থাকবে। রাজধানীর গুলশান, বনানীসহ গুরুত্বপূর্ণ ও অভিজাত এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রতিটি গির্জায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং ট্রাফিক স্বাভাবিক রাখতে ডিএমপি বিশেষ ব্যবস্থা নেবে।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও নির্দেশনা দেওয়া হয়গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনায় বিশেষায়িত বাহিনী স্ট্যান্ডবাই রাখা, সারাদেশে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা, সিসিটিভি ও কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করা।

এছাড়া প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুই পত্রিকার সম্পাদকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ময়মনসিংহে পোশাক শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সভায় জানানো হয়।

আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন সামনে রেখে পুলিশের তিন ধাপের প্রশিক্ষণের দুই ধাপ সম্পন্ন হয়েছে এবং বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সভায় সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি ও দখলবাজি দমন, সাইবার উসকানি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়।