অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে : এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্নও অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক হবে। এনবিআরের সব কাজ ডিজিটাইজড করার মাধ্যমে করদাতাদের হয়রানি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীতে ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, “আগামী অর্থবছর থেকেই ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক হবে। অনলাইনে দাখিলের ঝামেলা এড়াতে প্রয়োজনীয় পরিপত্র জারি করা হয়েছে। যারা পেপার রিটার্ন জমা দিয়েছেন, তাদের তথ্যও অনলাইনে এন্ট্রি দেওয়া হবে।”
আরও পড়ুন: ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন
চেয়ারম্যান আরও বলেন, “এনবিআরের সব কার্যক্রম ডিজিটাইজড করা হবে এবং সম্পূর্ণ স্বচ্ছ করতে প্রয়োজনে আইনি সংশোধন করা হবে। মূল উদ্দেশ্য জনগণের হয়রানি কমানো।”
অনলাইনে ভ্যাট রিফান্ড মডিউল বাস্তবায়নের ফলে করদাতারা রিফান্ড আবেদন দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে পারবেন। এখন থেকে রিফান্ডের জন্য করদাতাদের ভ্যাট কার্যালয়ে আসার প্রয়োজন হবে না। প্রয়োজনে করদাতাদের সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই এই গণভোট: অধ্যাপক আলী রীয়াজ





