এবারের নির্বাচন হবে স্বচ্ছ, আপিল প্রক্রিয়া সম্পূর্ণ আইনি ভিত্তিতে: সিইসি
নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, এবার কোনো প্রার্থীর জন্য নির্বাচনি সুবিধা বা অন্যায় থাকবে না। দেশের প্রতিটি ভোটারের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আপিল প্রক্রিয়া হবে স্বচ্ছ ও আইনি ভিত্তিতে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে জমা হওয়া আপিলগুলো পরিদর্শন করে সাংবাদিকদের জানান, প্রতিটি আবেদন বিস্তারিতভাবে যাচাই করে আইনি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন
তিনি আরও বলেন, যারা মনোনয়ন বাতিল বা বৈধতার বিরুদ্ধে আপিল করেছেন, তাদের আবেদন যথাযথভাবে বিচার হবে। আপিলের পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।
সিইসি জানিয়েছেন, আপিল প্রক্রিয়ার চতুর্থ দিন চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদনকারীরা ইসিতে পৌঁছেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল জমা দেওয়া যাবে এবং শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। ইতিমধ্যেই ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।
আরও পড়ুন: সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই এই গণভোট: অধ্যাপক আলী রীয়াজ





