৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দিতে নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫১ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বৈধ অস্ত্র আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনকালীন সময়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুন: নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা

তবে ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী বৈধভাবে মনোনয়ন দাখিল ও গ্রহণ করা জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাদের অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তাদের অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত ধারাটিও প্রযোজ্য নয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮–এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।