স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর সাদ্দামের প্যারোল বিষয়ে যা জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে।
বক্তব্যে জানানো হয়, বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত আবেদন করা হয়নি।
আরও পড়ুন: নির্বাচনের দিন ও আগে সহিংসতার দায় আ.লীগের: অন্তর্বর্তীকালীন সরকার
সাদ্দামের পরিবারের মৌখিক অভিপ্রায়ের ভিত্তিতে যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মানবিক দিক বিবেচনায় যশোর জেলা প্রশাসন এবং যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে—এমন সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয়।
আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বেড়েছে ২৫ হাজার কোটি টাকা
বক্তব্যে বলা হয়, গণমাধ্যমে প্রচারিত এসব তথ্য বিভ্রান্তিকর। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার সংরক্ষণে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।





