এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের বাগদান সম্পন্ন
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। তিনি বাগদান সম্পন্ন করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের বাগদান সম্পন্ন হয়। পারিবারিক ও ঘনিষ্ঠ মহলে এ বাগদানের খবর ছড়িয়ে পড়লেও, রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
দলীয় সূত্রে জানা যায়, আবদুল হান্নান মাসউদের এই নতুন যাত্রা এনসিপির নেতাকর্মীরাও আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন।





