নিউইয়র্কে আখতার হোসেনকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা জামিনে মুক্ত
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি জামিনে মুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।
আরও পড়ুন: শেখ হাসিনা নয়, আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের টহল দল তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। জিজ্ঞাসাবাদ শেষে হাতকড়া পরিয়ে আটক করে থানায় নেওয়া হয়।
প্রসঙ্গত, সোমবার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের আগমনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবিরসহ বিএনপি ও এনসিপি নেতাদের ঘিরে স্লোগান দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন মিজানুর রহমানসহ কয়েকজন কর্মী।
আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ জনকে চিকিৎসাসেবা
ঘটনার সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পরে পুলিশের সহযোগিতায় প্রতিনিধি দল নিরাপদে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।





