দেবিদ্বার সড়ক সংস্কার না হলে ধান লাগাই দেমু: হাসনাত আব্দুল্লাহ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:১৫ পূর্বাহ্ন, ১০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে সড়ক সংস্কার কাজ অক্টোবরের ২০ তারিখের মধ্যে শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ করা হবে—এমন হুমকি দেওয়া একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভাইরাল হওয়া দুই মিনিট দুই সেকেন্ডের এই কল রেকর্ডে কথোপকথন শোনা যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার মধ্যে।

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

ভাইরাল অডিওতে হাসনাত আব্দুল্লাহকে বলতে শোনা যায়,  অক্টোবরের ২০ তারিখের মধ্যে দেবিদ্বারের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না। নিউমার্কেটের দিকে রাস্তাটা ধান চাষের উপযোগী—ধান লাগাই দেমু, মাছ চাষ করব, একটা গাড়িও যেতে দেব না।

জবাবে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, রাস্তা ব্লক করে দিবেন, এটা আপনার অধিকার আছে। আমি নিয়মের মধ্যে আছি, কিছুটা সময় দিন—আমরা চেষ্টা করছি।

আরও পড়ুন: নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন,দেবিদ্বারের রাস্তার বেহাল দশা নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। আমার একটাই লক্ষ্য—দেবিদ্বারের উন্নয়ন। কেউ যেন কাজ নিয়ে অবহেলা না করে, সেটিই বলেছি।

অন্যদিকে কুমিল্লা সওজ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সড়কে ডিভাইডার দেওয়ার সময় অস্থায়ীভাবে ইট দিয়ে সলিং করা হয়েছিল, যা বৃষ্টির কারণে দেবে গিয়ে গর্ত তৈরি হয়েছে। ডিভাইডারের দুপাশে ২৪ ফুট প্রশস্ত সড়ক কংক্রিট ঢালাই দিয়ে নির্মাণ করা হবে। টেন্ডার সম্পন্ন হয়েছে, খুব শিগগিরই কাজ শুরু হবে।

এই কল রেকর্ড ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কেউ একে  উন্নয়নের দাবি জানানো সাহসী পদক্ষেপ  হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এভাবে হুমকি দিয়ে সমস্যা সমাধান হয় না।