সালাহউদ্দিনের ব্যাখ্যা
জুলাই যোদ্ধাদের সম্মানহানি নয়, সম্মান জানানোর উদ্দেশ্যেই বক্তব্য

বিএনপিকে ‘জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কখনো সফল হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তাঁর বক্তব্য আংশিকভাবে প্রচার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা হয়েছে, যদিও উদ্দেশ্য ছিল ‘জুলাই যোদ্ধাদের মর্যাদা দেওয়া, প্রশ্নবিদ্ধ করা নয়’।
রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বক্তব্য কাটছাঁট করে উপস্থাপন করা হয়েছে। এতে ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে। আমি জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কিছু বলিনি, বরং তাদের আন্দোলনের সম্মান রক্ষার কথাই বলেছি।
আরও পড়ুন: ২টি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেলো বিএনপি
সালাহউদ্দিন আহমদের দাবি, মূল বক্তব্যের একটি অংশ আলাদা করে তুলে ধরে এমনভাবে পরিবেশন করা হয়েছে, যাতে বিএনপি জুলাই যোদ্ধাদের বিপরীতে অবস্থান নিয়েছে—এমন বিভ্রান্তি তৈরি হয়।
তিনি আরও বলেন, ঐক্যের ভেতর বিভাজনের দাগ লাগুক, আমরা তা চাই না। যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন, তারা আমাদের শক্তি। বিভ্রান্তি তৈরি হলে রাজনৈতিকভাবে সবাই আক্রান্ত হয়।
আরও পড়ুন: নাশকতার সন্দেহ বিএনপির, ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন রিজভী
সংবাদ সম্মেলনে তিনি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, গতকালের বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। বিভ্রান্তি দূর করতেই আজকের এই ব্যাখ্যা।
এ সময় তিনি জানান, গণভোট ইস্যুতে প্রয়োজনে আবারও সংলাপ হতে পারে এবং বিষয়টি এখন সরকারের বিবেচনায় রয়েছে।
গত শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে সমালোচনার ঝড় ওঠে। পরে এনসিপির পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।