সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৪২ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সেপ্টেম্বর (২০২৫) মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭১ কোটি ৬০ লাখ ৫১ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। বিজিবির জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, দেশব্যাপী পরিচালিত অভিযানে স্বর্ণ, রূপা, পোশাক, কসমেটিকস, গবাদিপশু, যানবাহন, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ বিপুল পরিমাণ চোরাচালান দ্রব্য জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, সেপ্টেম্বর মাসে জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে, স্বর্ণ: ৬ কেজি ৩৫৬ গ্রাম, রূপা: ১ কেজি ৬৫০ গ্রাম, শাড়ি: ৯,২৪৮টি,থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল: ১৩,৫৫৮টি, তৈরি পোশাক: ১১,৪৬১টি, থান কাপড়: ১,২৮৬ মিটার, কসমেটিকস সামগ্রী: ৩,৯১,৭৯৩টি,ইমিটেশন গহনা: ২,৯৫২ পিস, আতশবাজি: ১৩,৬১,২৭৬টি, কাঠ: ৪,২০২ ঘনফুট, চা পাতা: ২,০৩৫ কেজি, সুপারি: ১১,৩৭৭ কেজি, কয়লা: ৮১,৭৮০ কেজি, পাথর: ৭৩৫ ঘনফুট, বালু: ৪,৬৩০ ঘনফুট, জাল (সুতা/দুয়ারি/কারেন্ট): ৬,৩৪৯ কেজি, মোবাইল: ৩৭৯টি, মোবাইল ডিসপ্লে: ৩,৪৪৩টি, চশমা: ৩৫,০৬২টি, যানবাহনের যন্ত্রাংশ: ১৭,২৬৯ পিস, গরু-মহিষ: ১,৫২৫টি

আরও পড়ুন: মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অনিয়ম, হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিভিন্ন যানবাহন (ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেটকার ইত্যাদি): ১০০টির বেশি

বিজিবি জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে, ২টি দেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড গুলি, ৩টি অন্যান্য অস্ত্র

আরও পড়ুন: আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

গত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে, ইয়াবা ট্যাবলেট: ২০,৮৭,১৪৩ পিস, হেরোইন: ৪ কেজি ৬৬৩ গ্রাম, ফেনসিডিল: ৪,৪৯১ বোতল, বিদেশি মদ: ১২,১১৩ বোতল, বাংলা মদ: ৩৮৪ লিটার,বিয়ার: ১,১০৮ ক্যান,গাঁজা: ১,২৯৮ কেজি, বিড়ি ও সিগারেট: ২,২৪,৮১১ প্যাকেট, তামাক পাতা: ১০ কেজি, নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন: ৫৭,৭৪৫টি, ইস্কাফ সিরাপ: ৪,৩৮৪ বোতল

এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট: ১২,২৪৯টি, বিভিন্ন ওষুধ ও ট্যাবলেট: ৭,৫৪,২৫৮ পিস

বিজিবির অভিযানে ১৯৮ জন চোরাচালানী, ১,১৯৭ জন বাংলাদেশি নাগরিক, এবং ৯ জন ভারতীয় নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া ৮০৫ জন মিয়ানমার নাগরিককে অবৈধ অনুপ্রবেশের সময় আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় সীমান্ত অঞ্চলে নজরদারি আরও জোরদার করা হয়েছে।