জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী করার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জাতীয় পার্টি। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। রোববার (২৬ অক্টোবর) গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আখতার হোসেন এসব মন্তব্য করেন।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের ভাইয়েরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মার খেয়েছেন। নুরুল হক নূর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে। জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আগামী নির্বাচনে কোনোভাবেই যেন ফ্যাসিবাদীদের কেউ অংশগ্রহণ করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে না, সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী করতে যে দল সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, সেই দলের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি নয়, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ।

আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ফোরাম হবে নির্বাচিত জাতীয় সংসদ: সালাহউদ্দিন আহমদ

তিনি স্মৃতি রোমন্থন করে বলেন, গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সবাই যে কঠিন মুহূর্ত পার করেছি, সেই সময়ের সহযোদ্ধাদের সঙ্গে আমরা জেল খেটেছি, রাজপথে মিছিল করেছি। আজও যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা সেই আন্দোলনের অংশ ছিলেন। সেই দিনগুলো আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। রাষ্ট্রকাঠামোতে পরিবর্তন আসবে, গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ক্ষমতার ভারসাম্য স্থাপনের লক্ষ্যে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একত্রিত করেছি এবং মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি। জুলাই সনদের আইনের প্রয়োগ নিশ্চিত করতে এখনও কাজ চলছে।

আরও পড়ুন: নভেম্বরের শেষে দেশে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান