জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় অন্তর্বর্তী সরকারকে বিএনপির ধন্যবাদ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৮ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ জনকে চিকিৎসাসেবা

তিনি জানান, নির্বাচন ও গণভোটের সময়সূচি ঘোষণাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে বিএনপি। পাশাপাশি জুলাইয়ে ঘোষিত ‘জাতীয় সনদ’-এর বিষয়ে জনগণের মতামত যাচাইয়ের উদ্যোগকে স্বাগত জানায় দলটি।

গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন এবং গণভোট পরিচালনার প্রস্তুতি জোরদারের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: আগামী নির্বাচন আন্দোলনেরই অংশ: নজরুল ইসলাম খান

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ।