উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৩ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি ঘোষণা করেছে, সরকারের উপদেষ্টারা শাহবাগে হাজির হয়ে জনগণের সামনে জবাব না দেওয়া পর্যন্ত অবস্থান চলবে।

শুক্রবার বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার সময় এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, “সরকারের উপদেষ্টারা জনগণের সামনে জবাব না দিলে আমরা এই স্থান ছাড়বো না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও অবস্থান ধরে রাখবো। শহিদ ওসমান হাদির রক্তের বিচার আদায় করা হবে।”

আরও পড়ুন: একান্তে বাবার জন্য দোয়া-মোনাজাত শেষে আবেগাপ্লুত তারেক রহমান

আন্দোলনকারীরা দাবি করেছেন, হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। বিক্ষোভ মিছিলে উপস্থিতরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ স্লোগান দিয়ে শাহবাগ উত্তাল করে তুলেছেন।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া মিছিল শাহবাগে পৌঁছালে যান চলাচল বন্ধ হয়ে যায়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, সাধারণ মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারা এবং নারীরা হিজাব পরে স্বাধীনভাবে চলাচল করতে পারা না হওয়া পর্যন্ত তারা রাজপথে লড়াই চালিয়ে যাবেন।

আরও পড়ুন: সূর্যাস্তের আগেই তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে বিএনপি নেতাদের শ্রদ্ধা

উল্লেখ্য, হাদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা অবস্থায় গুলি করা হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা অবনতি হলে ১৫ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে নেওয়া হয় এবং ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।