জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এবি পার্টি সভাপতির
জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে দেওয়া মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু। একটি অনানুষ্ঠানিক বৈঠকে দেওয়া তার বক্তব্যের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক।
ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে নোয়াখালীর আঞ্চলিক ভাষা মিশ্রিত ভঙ্গিতে হাস্যরসের মাধ্যমে জামায়াত ও নির্বাচনি সমঝোতার প্রসঙ্গ তুলতে দেখা যায় এবি পার্টি সভাপতিকে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
আরও পড়ুন: রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, ফেনী-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবি পার্টি সভাপতি মজিবুর রহমান মঞ্জু। তাকে সমর্থন জানিয়ে জামায়াতের দীর্ঘদিনের ঘোষিত প্রার্থী লিয়াকত আলী ভূঞা মনোনয়নপত্র জমা দেননি।
ভাইরাল ভিডিওতে মজিবুর রহমান মঞ্জুকে বলতে শোনা যায়, জামায়াতের স্বার্থেই এবি পার্টির সঙ্গে নির্বাচনি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে আলোচনার চূড়ান্ত সিদ্ধান্তের আগেই জামায়াতের প্রার্থী প্রত্যাহারকে কৌশলগত ভুল বলেও মন্তব্য করেন তিনি। তার বক্তব্যে জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে রীতিমতো হাস্যরস লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন
ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে এবি পার্টির একটি জেলা পর্যায়ের ফেসবুক পেজ থেকে ব্যাখ্যা দেওয়া হয়। সেখানে বলা হয়, সংশ্লিষ্ট ভিডিওটি সাংবাদিকদের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী একটি ঘরোয়া ও অনানুষ্ঠানিক মতবিনিময়ের অংশ। পুরো আলোচনার প্রেক্ষাপট উপেক্ষা করে বক্তব্যের ছোট একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে।
দলটির পক্ষ থেকে দাবি করা হয়, ওই আলোচনায় মজিবুর রহমান মঞ্জু মূলত জামায়াতের সাংগঠনিক শক্তি, জোট রাজনীতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা ব্যাখ্যা করছিলেন। জামায়াতের পক্ষ থেকে প্রার্থী না দেওয়াকে তাদের নিজস্ব সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এতে এবি পার্টির কোনো ভূমিকা নেই।
এবি পার্টির বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক জোট শুধু নির্বাচনকেন্দ্রিক নয়; ভবিষ্যতে রাজপথের আন্দোলন ও দীর্ঘমেয়াদি সংগ্রামেও ঐক্য প্রয়োজন। এ কারণে জোটসংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সহনশীলতা ও ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানানো হয়েছে।





