শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে রংপুর যাচ্ছেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪১ পূর্বাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুর সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর এটি হবে তাঁর প্রথম ঢাকার বাইরে রাজনৈতিক সফর।

দলীয় সূত্র জানায়, রংপুর যাত্রার আগে তারেক রহমান বগুড়ায় অবস্থান করবেন। রোববার সন্ধ্যার দিকে তিনি বগুড়ায় পৌঁছে একটি হোটেলে রাত্রিযাপন করবেন।

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পরদিন সোমবার সকাল ১০টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত জেলা বিএনপির গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কর্মসূচি শেষে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বগুড়া জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন। প্রায় ১৯ বছর পর তাঁর এই আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

আরও পড়ুন: নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ মির্জা ফখরুলের

সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে একাধিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নেতারা জানান, এই সফরকে ঘিরে বগুড়া ও রংপুর অঞ্চলে দলীয় নেতাকর্মীদের সক্রিয়তা লক্ষণীয়ভাবে বেড়েছে।