রুমিন ফারহানার জনসভায় আচরণবিধি লঙ্ঘন, আয়োজককে ৪০ হাজার টাকা জরিমানা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১৩ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে জনসভা আয়োজন করায় আয়োজক জুয়েল মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সরাইল ইউএনও জানান, অনুমতি ছাড়া জনসভা আয়োজনের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন এবং বিচারিক কাজে বাধা সৃষ্টি করেন। এ ধরনের কার্যক্রম নির্বাচন বিধিমালার গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সিভিল জজ আদালতকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম

এর আগে, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে একই আসনে আচরণবিধি ভঙ্গের দায়ে রুমিন ফারহানার সমর্থক আশিকুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।