রমজান শুরু হতে পারে কেবে?

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:১৫ পূর্বাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রমজান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও বরকতময় মাস। আত্মশুদ্ধি, ধৈর্য, আত্মসংযম এবং আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ এনে দেয় এই মাস। সম্ভাব্য হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২০২৬ সালের রমজান মাস শুরু হতে এখন থেকে প্রায় ৬৯–৭০ দিন বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে রমজানের প্রথম দিন হতে পারে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি)-এর হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য সময় ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। সে হিসাবে মধ্যপ্রাচ্যে প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: হজযাত্রীদের জন্য সুখবর দিলো এনবিআর

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। এই হিসাবে বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ একদিন এদিক-ওদিক হতে পারে।

রমজান মাস ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম—রোজা পালনের মাস। এ ইবাদতের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর নৈকট্য লাভ করেন এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন। রোজা মানুষকে ধৈর্য, আত্মসংযম ও নৈতিক উন্নতির শিক্ষা দেয়। পাশাপাশি ক্ষুধা ও তৃষ্ণা অনুভবের মাধ্যমে গরিব ও দুঃখীদের কষ্ট অনুধাবন করা এবং দানের মানসিকতা গড়ে ওঠে।

আরও পড়ুন: কঠিন রোগ থেকে মুক্তির দোয়া

ইসলামি বিশ্বাস অনুযায়ী, রমজান মাস আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে প্রতিটি ভালো কাজের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয়। তাই আগেভাগেই রমজানের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আলেমরা—ইবাদত বৃদ্ধি, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মশুদ্ধির মাধ্যমে এই পবিত্র মাসকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য।