এবার রমজানে সেহেরী ও ইফতারের সময়সূচি প্রকাশ
ছবিঃ সংগৃহীত
ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের জন্য ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রমজান শুরু হবে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি। তবে ঢাকা ভিত্তিক সময়সূচি অনুযায়ী রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারির সময় ৫টা ৫৮ মিনিট। দেশের বিভিন্ন অঞ্চলের জন্য দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতার অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: রমজানের প্রস্তুতি: শাবান মাসের আমল ও ফজিলত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিদের মাধ্যমে এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।





