নেপালের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে নেপালের বিপক্ষে আজকের এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। নেপাল টসে জিতেছে। বাংলাদেশকে আগে বোলিং করতে পাঠিয়েছে তারা।
সুপার সিক্স থেকে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে এই ম্যাচে বাংলাদেশকে শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। সুপার সিক্সে ক্যারি পয়েন্ট আর রানরেটের জটিল হিসেবে আটকে আছে যুব টাইগাররা। এই পর্বে এরইমাঝে এক ম্যাচ করে জিতে নিয়েছে পাকিস্তান এবং ভারত। তাদের পয়েন্ট ৬। নিজেদের দুই ম্যাচ জিতলে আগের পর্বের ক্যারি পয়েন্টসহ বাংলাদেশ পাবে ৬ পয়েন্ট। সেক্ষেত্রে সামনে আসবে রানরেটের হিসাব।
আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেসার রোহানাতদৌলা বর্ষন এবং জিশান আলম একাদশে যুক্ত হয়েছেন। বাদ পড়েছেন রাফিউজ্জামান এবং আদিল বিন সিদ্দিক।
বাংলাদেশ একাদশ
আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা
মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাত দৌলা বর্ষন, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা





