পিএসজির স্বপ্নময় মৌসুমের স্বীকৃতি

ফিফা দ্য বেস্ট জিতলেন উসমান দেম্বেলে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৯ পূর্বাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত



আরও পড়ুন: রেকর্ড দামে কেকেআরে কাটার মাস্টার

ইতিহাস গড়ে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) আধিপত্য আরও স্পষ্ট হলো ফিফা দ্য বেস্ট পুরস্কার মঞ্চে। ইউরোপ জয়ী অভিযানে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফিফা দ্য বেস্ট পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্লাবটির ফরাসি তারকা উসমান দেম্বেলে।

বিশ্ব ফুটবলের দুই আলোচিত নাম কিলিয়ান এমবাপে ও বার্সেলোনার কিশোর সেনসেশন লামিনে ইয়ামালকে পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন দেম্বেলে। এর আগে গত সেপ্টেম্বরেও তার হাতে উঠেছিল ব্যালন ডি’অর, যা তার ক্যারিয়ারের সেরা সময়েরই প্রমাণ।

আরও পড়ুন: নেপালকে উড়িয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

দেম্বেলের পাশাপাশি পিএসজির সাফল্যে কোচিং অবদানের স্বীকৃতি পেয়েছেন লুইস এনরিকে। তিনি জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। এছাড়া বর্ষসেরা একাদশে ছয়জন খেলোয়াড় জায়গা করে নিয়ে পিএসজির দাপট আরও জোরালো করেছে।

সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জিয়ানলুইজি দোনারুমা। পিএসজির জার্সিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ইতিহাস গড়ার পর তিনি বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলছেন।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে দেম্বেলে ছিলেন পিএসজির অন্যতম প্রধান ভরসা। ইউরোপীয় প্রতিযোগিতায় তিনি করেন আটটি গোল ও ছয়টি অ্যাসিস্ট। ২০২৪-২৫ মৌসুমে লিগ ওয়ান ও মহাদেশীয় ফুটবলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবেও নির্বাচিত হন তিনি। পিএসজির ঘরোয়া ট্রেবল জয়ের পেছনেও তার অবদান ছিল অনস্বীকার্য।

২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড দলকে প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুললেও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি। ফাইনালে চেলসির কাছে হেরে যায় পিএসজি।

নারী ফুটবলেও ব্যক্তিগত সাফল্য এসেছে বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতির ঝুলিতে। উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো ফাইনালে দল শিরোপা না পেলেও দুই টুর্নামেন্টেই মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে টানা তৃতীয়বার ফিফা দ্য বেস্ট নারী খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বোনমাতি।

বর্ষসেরা পুরুষ একাদশেও পিএসজির প্রভাব ছিল চোখে পড়ার মতো। দোনারুমার সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, নুনো মেন্ডেস, ভিতিনহা ও দেম্বেলে। এছাড়া ক্লাব বিশ্বকাপ গোল্ডেন বল জয়ী কোল পামার ও স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালও একাদশে স্থান করে নিয়েছেন।

ফিফা দ্য বেস্ট বর্ষসেরা পুরুষ একাদশ:

গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুমা

ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্ডেস

মিডফিল্ডার: কোল পামার, ভিতিনহা, পেদ্রি, জুড বেলিংহাম

ফরোয়ার্ড: উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল