বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’য় পরিণত হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাতে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’ সৃষ্টি, সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত

এদিকে, ঘূর্ণিঝড়টির প্রভাবে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন: আজও ঢাকায় শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত

মঙ্গলবারের (২৮ অক্টোবর) পূর্বাভাসে বলা হয়, উল্লিখিত বিভাগগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

শুক্রবার (৩১ অক্টোবর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় এলাকাতেও বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব ফেলতে পারে, তবে এখনই ঘূর্ণিঝড় সতর্কতা সংকেত জারি করা হয়নি।