আন্দোলনে দিশেহারা হয়ে আওয়ামী লীগ নেতারা চোখে সর্ষে ফুল দেখছে: প্রিন্স
তৃণমূলে শক্তিশালী আন্দোলনে দিশেহারা হয়ে আওয়ামী লীগ নেতারা চোখে সর্ষে ফুল দেখছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
২১ সেপ্টেম্বর, বুধবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন
তিনি বলেন, বিএনপির তৃণমূলে শক্তিশালী আন্দোলনে দিশেহারা হয়ে আওয়ামী নেতারা চোখে সর্ষে ফুল দেখছে। পাগলের প্রলাপ বকছে, হত্যা, নিপীড়ন করছে।
মুন্সিগঞ্জে পুলিশের হামলা, গুলি, হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রিন্স বলেন, সরকার রাজনীতির ভাষা পরিহার করে সন্ত্রাস, মাস্তানী করে সংঘাত উস্কে দিচ্ছে। গুম, খুন, দমন, নিপীড়ন করে জনগণের গলা টিপে ধরেছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রলি–মাহেন্দ্র–মোটরসাইকেলের সংঘর্ষে মা ও ছেলে নিহত, আহত ৬
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথায় প্রমান হয়েছে- গত ১৪ বছর থেকে চলে আসা বিরোধী দলের ওপর হত্যা, গুম, হামলাসহ নিষ্ঠুর নির্যাতন তাদের সভানেত্রীর নির্দেশেই হয়েছে। তা যদি না হয়ে থাকে তবে এসব নির্যাতন ও হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে প্রমাণ করুন (ওবায়দুল কাদের) নেত্রীর নির্দেশে এসব হয় নাই। অন্যথায় জনগণ ধরে নেবে এসব তাদের নেত্রীর নির্দেশেই হয়েছে।
বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, কারা তাফালিং করছে দেশবাসীর কাছে তা পরিস্কার। রাজপথের মতো দেশ এবং ক্ষমতা আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি নয়। রাজপথ, ক্ষমতা ও দেশের মালিকানা লুট করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগের কঠোর নজরদারি, নিবর্তনমূলক আইনের মধ্যেও মিডিয়া বিরোধী দল ও সরকারের দুর্নীতি, দুঃশাসন ও গণতন্ত্র বিরোধী কাজের যে সীমিত কাভারেজ দেয়, তাও সরকারের সহ্য হচ্ছে না। প্রচ্ছন্ন হুমকি দিয়ে তা বন্ধ করতে চায়। মুক্ত, স্বাধীন গণমাধ্যমের বিরুদ্ধে ওবায়দুল কাদেরের মন্তব্য বিরাট হুমকি ও অশনিসংকেত। এটা চরম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ ।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওয়ার্ডের গ্রাম, পাড়া, মহল্লায় সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী নেটওয়ার্ক ও সংগঠন গড়ে তোলার আহ্বান জানান প্রিন্স।
ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা বিএনপির সহ সভাপতি আজহারুল হক, ওয়াহেদ তালুকদার, আবুল হাশেম, যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস, বিএনপি নেতা মাজহারুল খান খোকন, মাহমুদুল হাসান সোহাগ, আবু সিদ্দিক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ রাব্বানী সুমন, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব আমিনুল হক পলাশ, তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ, মৎস্যজীবী দলের আহ্বায়ক ফেরদৌস ইসলাম হযরত প্রমুখ উপস্থিত ছিলেন ।





