তারেক রহমান দেশে ফেরার খবরে উজ্জীবিত নেতাকর্মীরা

Sadek Ali
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:২০ পূর্বাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:২০ পূর্বাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশি-বিদেশি চক্রান্তে দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসনে থাকার পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। গত শুক্রবার রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি কোটি মানুষের প্রিয় নেতা। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে গণতন্ত্রের উত্তরণের পথে নতুন আশার সঞ্চার করবেন। তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মধ্যে আসবেন। এই আগমন শুধু দলের নেতাকর্মীর জন্য নয়, সমগ্র জাতির জন্য আনন্দ ও আশার বার্তা নিয়ে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে উজ্জীবিত হয়েছেন নেতাকর্মীরা। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীরা আনন্দিত। এছাড়াও সাধারণ মানুষের মাঝেও ব্যাপক চাঞ্চল্যতা লক্ষ্য করা গেছে। গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানিয়ে পোস্ট দেওয়া হচ্ছে। 

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম  বলেন, অবশ্যই, এখন আনন্দের মুহূর্ত দরকার। আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেও আমাদের মধ্যে নতুন করে আশার আলো জাগছে। এটি সবার মনে প্রত্যাশা ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন: এক আসনে একাধিক প্রার্থী দিতে পারবে রাজনৈতিক দল

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেন, তারেক রহমানের দেশে ফেরার খবরে শুধু স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাই নয়, সারা দেশের গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও উন্নয়নকামী মানুষ গভীর আগ্রহ ও প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। দীর্ঘদিন পর জাতীয় রাজনীতির অগ্রগতি ও গণতান্ত্রিক মাঠে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে এই ঘোষণা। ইনশাআল্লাহ, তার নেতৃত্বে বাংলাদেশ আবারও উন্নয়নের ধারায় ফিরে আসবে এবং দেশের মানুষ স্বস্তি ও নিরাপত্তা অনুভব করবে।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, অবশেষে আমাদের অপেক্ষার অবসান হচ্ছে। তারেক রহমানের দেশে ফেরার খবরে শুধু যুবদলের নেতাকর্মীরাই নয়, সারাদেশের মানুষই উচ্ছ্বসিত। দলের পক্ষ থেকে তার আগমনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করায় নির্বাচনের আশঙ্কা এবং ষড়যন্ত্রও ভেসে যাবে।

আরও পড়ুন: নির্বাচন বানচালে সক্রিয় আওয়ামী সন্ত্রাসীরা

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। তৃণমূলের নেতাকর্মীরা এই খবর শুনে আরও উদ্বেলিত ও আনন্দিত হয়েছে। নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আত্মবিশ্বাসী হয়েছে।

তারেক রহমান ২০০৭ সালের এক-এগারোতে গ্রেফতার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় তার সাজা বাতিল ও আইনি অব্যাহতি পাওয়ার পর দেশে ফেরার আলোচনা জোরদার হয়।