বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন–বিক্ষোভ
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসী ও ছাত্রদল নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেস ক্লাবের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাছুম বিল্লাহ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজা, আশরাফুল ইসলাম হৃদয়, কামরুল হাসান, আরিফ বিল্লাহ আলিফ, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাওন শাকিল ভূইয়া, সদস্য সচিব আকিব হাসান, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলামিন ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক কামরুল হাসান পাপ্পু, ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রাহিম ভূইয়া রাসেলসহ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সকল ইউনিয়নের সভাপতি–সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।
আরও পড়ুন: ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত
এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর গুলি বর্ষণের অভিযোগে গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কাজী মেহেদি নামের এক যুবক একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গোলাম মর্তুজা পাপ্পা, এ কে এম শামীম ওসমান, অয়ন ওসমান, আজমির উসমানসহ ৩৫ জনকে নামীয় এবং অজ্ঞাত ৪ থেকে ৫ শত জনকে আসামি করা হয়।
এর মধ্যে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভূলতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা অঙ্কন ভূইয়া, সোহেল ভূইয়া, রূপশ মোল্লা, শিশু খান, নজরুল মোল্লা, সঞ্জীব মোল্লা, সৈকত, মোখলেস মোল্লা, নিখিল সরকার, মৃদুল মোল্লা, বিপ্লবসহ আরও কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অথচ এসব ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা জুলাই আন্দোলনে অংশগ্রহণই করেননি।
আরও পড়ুন: হাসপাতালের সরকারি ওষুধ বাহিরে পাচারের সময় পরিচ্ছন্নতা কর্মীসহ আটক ২
এ মামলা থেকে অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের অব্যাহতি দেওয়ার দাবি জানান বক্তারা। তা না হলে ছাত্রদলসহ বিএনপি নেতাকর্মীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন।





