পুরস্কারটি আমার জন্য স্পেশাল: ঋতুপর্ণা
এ বছরের মর্যাদাপূর্ণ রোকেয়া পদক পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। এতে বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ফরোয়ার্ড ভীষণ আনন্দিত ও সম্মানিত।
পুরস্কার পেয়ে আনন্দিত ঋতুপর্ণা বলেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। এটি একটি রাষ্ট্রীয় পুরস্কার। তাই এটি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: অনিয়মের অভিযোগে ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত
নারী জাগরণে অবদান রাখায় এ বছর রোকেয়া পদক পেয়েছেন জাতীয় দলের কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তিনি অল্প সময়েই নারী ফুটবলে সাড়া ফেলেছেন। দু’দুবার সাফ জয়ের পর এ বছর বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়ান কাপে তুলতে বাছাইপর্বে রেখেছেন অনন্য ভূমিকা। তিনি এ মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় মুখ। কিশোরী ও তরুণীদের কাছে তিনি ‘আইডল’। তার মুকুটে এবার যোগ হলো আরেকটি পালক।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন: বাংলাদেশের ৭ ক্রিকেটার, তালিকা থেকে বাদ সাকিব
এমন পুরস্কার সব নারীর জন্য বড় অনুপ্রেরণা বলে জানালেন ঋতুপর্ণা, ‘এই পুরস্কার শুধু আমার একার নয় এটি বাংলাদেশের সব নারীর জন্য অনুপ্রেরণা। এটি আগামী প্রজন্মের ওপর ভালো প্রভাব ফেলবে।’
রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ঋতুপর্ণা চান সব বাধা পেরিয়ে আরো সামনের দিকে এগিয়ে যেতে। তার ভাষায়, ‘জীবনে সবাই বাধার মুখে পড়ে, ছেলে-মেয়ে উভয়েই। আমাদের সবার সেই বাধাগুলো পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমি ইউনিসেফের হয়ে কাজ করছি। ভবিষ্যতে আরও সুযোগ পেলে আমি তা গ্রহণ করব।’
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘জীবনের প্রতিটা পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা এবং সম্মানের। কিন্তু আজকের এই পুরস্কারটি আমার জন্য স্পেশাল হয়ে থাকবে। আমার জীবনে এগিয়ে চলার পথে যারা অনুপ্রেরণা এবং উৎসাহ দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।’





