পরিবারের নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৫ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবারের নিরাপত্তা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। তার আকস্মিক এ সিদ্ধান্তে উপস্থিত সাংবাদিক ও দলীয় অনুসারীদের মধ্যে বিস্ময় দেখা যায়।

আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষে এনসিপির বিজয় র‍্যালী

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “পারিবারিক কারণসহ নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে। সব কথা প্রকাশ্যে বলা সম্ভব নয়। এ সিদ্ধান্তের জন্য আমি আমার নেতাকর্মী এবং বন্দর উপজেলার বাসিন্দাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।” তিনি আরও বলেন, “এই আসনে যিনি নির্বাচন করবেন, তার প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।”

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, তার সিদ্ধান্তের পেছনে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় জড়িত। তিনি বলেন, “আমার পরিবারের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। এ বিষয়ে পরিবারের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি।”

আরও পড়ুন: নরসিংদীতে বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালী

তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে সরকারের নিরাপত্তা ব্যর্থতা বা দলীয় মনোনয়ন পরিবর্তনের কোনো বিষয় নেই বলে স্পষ্ট করে জানান বিএনপি মনোনীত এ প্রার্থী।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “এটা এমন নয় যে সরকার আমাকে নিরাপত্তা দিতে পারছে না কিংবা দল অন্য কাউকে মনোনয়ন দিচ্ছে। সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত থেকেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”