কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩৫ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে মানববন্ধন, শোভাযাত্রা ও উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মফিজ উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দীন, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক প্রমুখ।

আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা

আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন। দুর্নীতিগ্রস্ত সমাজের প্রত্যেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের ওপর জোর দেন। মানসিকতার পরিবর্তন করে নিজ নিজ জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।