কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমামের মৃত্যু

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ন, ১১ এপ্রিল ২০২৩ | আপডেট: ৫:৪৭ পূর্বাহ্ন, ১১ এপ্রিল ২০২৩
(no caption)
(no caption)

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম গোলাপ (৫৫) আর নেই। গতকাল সোমবার সন্ধ্যায় মসজিদে ইফতারের পূর্বে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার স্ত্রী, পাঁচ মেয়ে, তিন ছেলে রয়েছে।

আরও পড়ুন: র‌্যাব পরিচয়ে মিনিবাসে ডাকাতির আসামী গ্রেপ্তার

আব্দুস সালাম গোলাপের মেয়ের জামাই মোহাম্মদ মাঈনুদ্দিন তার শ্বশুরের মৃত্যুর বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেন।

তিনি জানান, তার শ্বশুর মুসল্লিদের নিয়ে ঈদগাহ মসজিদে ইফতার গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন: মাদারীপুরের নতুন ডিসি আফছানা বিলকিসের যোগদান

এ সময় তিনি স্ট্রোক করেন। পরে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুস সালাম গোলাপ দীর্ঘদিন থেকে বিনা বেতনে শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম ও ঈদগাহের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। সে হিসেবে তিনি জেলার গণমাধ্যম কর্মী ও শহরবাসীর কাছে পরিচিত মুখ ছিলেন।

আব্দুস সালাম গোলাপের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: জাকিয়া নূর লিপি গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি মো: শরিফুল আলম তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বাদ জোহর শোলাকিয়া ঈদগাহে জানাজা শেষে মরহুমের লাশ শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।