গাইবান্ধায় বাস-ট্রাকের দুর্ঘটনায় ৩ জন নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৩ | আপডেট: ৫:৩৩ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ জন নিহত ও আহত হয়েছেন ২০। শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর ও ঢাকা মহাসড়কের বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার চকরতিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জহুরুল ইসলাম, ধাপেরহাটের জাহিদ (২৫) ও ঝর্না বেগম।

আরও পড়ুন: বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১০

প্রত্যক্ষদর্শীতের বরাতে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস রংপুর যাচ্ছিল। এই সময় যাত্রীবাহী একটি ট্রাক ৪০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে বালুয়া বাজার এলাকায় পৌঁছিলে বাস ও ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দু’জন মারা যায়। এ ঘটনায় আহত ২০ জন হয়েছেন।

ওসি জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিমের কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছেন। আহতদের সংখ্যা বেশি হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হয়েছে।

আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত